চোখের পাতা ফোলা ও ব্যাথা
চোখের নিচে ফোলা কমানোর উপায় ও চোখের নিচে ব্যাথা
সৌন্দর্যের অন্যতম অংশ হল চোখ। চোখের সৌন্দর্য উপর নির্ভর করে মুখের আকর্ষনীয়তা। চোখের নিচে কালি পড়ার মত আরেকটি চোখের আরেকটি সমস্যা হল চোখের চারপাশ ফুলে যাওয়া। প্রায় সব বয়সী মানুষেরা এই সমস্যায় ভুগে থাকেন। বিভিন্ন কারণে চোখের নিচ ফুলে যেতে পারে। ঘুম কম বা ঘুমের সমস্যা হওয়া, অতিরিক্ত মানসিক চাপ, অতিরিক্ত কান্না, বংশগত, অতিরিক্ত লবণাক্ত খাবার খাওয়া, হরমোনের ইমব্যালেন্স, সাইনাসের সমস্যা, ধূমপান, মদ্যপান, অস্বাস্থ্যকর খাদ্যভাস ইত্যাদি।
চোখের পাতা ফুলে যায় কেন
আসলে চোখের নিচে ফুলে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে অন্যতম হলো ঘুমের অভাব এবং নিচু হয়ে সারাদিন কোন কাজ করা বা একটানা চোখের পরিশ্রম করা।
কান্নার পর চোখ ফোলা কমানোর উপায়
কান্না করার পর চোখের ফোলা ভাব কমানোর জন্য আপনাকে সর্বনিম্ন আধাঘণ্টা থেকে ৪৫ মিনিট অপেক্ষা করতে হবে। আরো ভালো উপায় হলো আপনি চোখ বন্ধ করে আধাঘন্টা মাত্র শুয়ে থাকুন।
আরো পড়ুন
চোখের নিচে কালো দাগ ও ফোলা দুর করার উপায় কী?
চোখের নিচে ফুলে যাওয়ার চিকিৎসা
চোখের ফোলাভাব দুর করার ৪ টি সহজ উপায়
টি ব্যাগের ব্যাবহারকরুনঃ- দুটি টি ব্যাগ ফ্রিজে ৩০ মিনিট রেখে দিন। এবার টি ব্যাগ দুটি চোখের পাতার নিচে রাখুন। ১০-১৫ মিনিট পর এটি সরিয়ে ফেলুন। এটি দিনে কয়েকবার করুন। গ্রিন অথবা ব্ল্যাক টি ব্যাগ ব্যবহার করতে পারেন। এটি চোখের চারপাশ এবং নিচের ফোলাভাব দূর করার সাথে সাথে চোখের চারপাশের ফোলাভাব দূর করে থাকে।
ডিমের সাদা অংশঃ- দুটি ডিমের সাদা অংশ ভাল করে ফেটে নিন। ফেনা উঠে আসলে এর সাথে সামান্য পানি মিশিয় নিতে পারেন। ছোট ব্রাশ অথবা কাপড় অথবা আঙ্গুল দিয়ে ডিমের সাদা অংশ চোখের নিচ এবং চারপাশে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহার করুন এটি। ডিমের সাদা অংশ ত্বকের টানটান ভাব ধরে রাখতে সাহায্য করে। এটি চোখের চারপাশে বলিরেখা পড়াও রোধ করে থাকে।
ঠান্ডা চামচঃ- সবচেয়ে সহজ এবং কার্যকরী একটি উপায় হল ঠান্ডা চামচ। ৫ থেকে ৬টি চামচ ফ্রিজে ১০-১৫ মিনিট রেখে দিন। চামচের গোল অংশটুকু চোখের উপর ধরে রাখুন কয়েক মিনিট। চামচ গরম হয়ে গেলে আগের চামচটি সরিয়ে নতুন আরেকটি চামচ চোখের উপর রাখুন। এটি ত্বক টানটান করে চোখের চারপাশের রক্ত চলাচল বৃদ্ধি করে থাকে।
শসার ব্যাবহারঃ- চোখের কালি দূর করতে শসা এবং শসার রস বেশ কার্যকরী। চোখের ফোলাভাব দূর করতেও এটি অনেক কার্যকর। পাতলা করে শসা কেটে নিন। এবার শসা টুকরোগুলো ১০ মিনিট ফ্রিজে রেখে দিন। চোখের নিচে শসার টুকরো রেখে দিন। শসার টুকরো গরম হয়ে গেলে ফেলে দিন। এটি দিনে কয়েকবার করুন।
বিঃদ্রঃ
প্রতিদিন কমপক্ষে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন। ক্যাফিন এবং কার্বোনাটেড জাতীয় পানীয় এড়িয়ে চলুন।
খুবই গুরুত্বপূর্ণ কিছু জানলাম আজ।
উত্তরমুছুনধন্যবাদ ভাই।
এই আর্টিকেলটি যদি আপনার বিন্দু মাত্র উপকারে আসে তাহলেই আমার এই লেখালেখি সার্থক হবে ।
সুস্থ থাকুন সব-সময়।