চোখের নিচের কালো দাগ কেন হয় ও কালো দাগ দূর করার সহজ উপায় By Healthybangaly

চোখের নিচের কালো দাগ কেন হয়

চোখের নিচের কালো দাগ কেন হয় ও কালো দাগ দূর করার সহজ উপায়

চোখের নিচের কালো দাগ কেন হয় ও কালো দাগ দূর করার সহজ উপায়


চোখের পাতা কালো হওয়ার কারণ

সাধারণত আমরা বলি যে চোখে যদি এলার্জি থাকে লংটাইম অ্যালার্জি থাকে। তাহলে চোখের পাতা কালো হয়ে যাবে। তার কারণ হইল আমরা সবসময় হাত দিয়ে চোখ ঘষাঘষি করে এটা এক ধরনের রাপিং বলে আপনি রাপিং বলেন বা ঘষাঘষি বলেন এই যে একটা স্পর্শকাতর' ব্যাপার এখানে ঘটে আর এই মাঝে মাঝেই ঘষাঘষির কারণেই চোখের নিচে কালো দাগ হয়ে যায়।


সাধারণত আমরা যখন লেখালেখি করি তখন আমাদের কনুইটা টেবিলের সাথে ঘষাঘষি কারণে কালো হয়ে যায়। আবার দেখুন আমরা যখন নামাজ পড়ি তখন কিন্তু আমাদের নামাজ পড়ার সময় কপালটা মাটিতে লাগে বা জায়নামাজে লাগে।


এতে আমাদের কপালটা কিন্তু কালো হয়ে যায়। এটা আসলে আপনি যে জায়নামাজের সাথে কপালটা ঘষাঘষি করছেন বা মাটিতে জোরে আঘাত করছেন বিষয়টি এমন নয়  বিষয়টা হলো আপনার যে কপালে সাথে যে একটা স্পর্শ লাগছে যে সংঘর্ষ টা হচ্ছে এটার কারনেই ওইখানে চামড়াটার মসৃণতা বা স্কিনের গ্লামার নষ্ট হয়ে যায়  এবং ওই জায়গাটা কালো হয়ে যায়।


চোখের নিচে কালো দাগ কোন রোগের লক্ষণ

আসলে সত্য কথা বলতে এই চোখের নিচের কালো দাগ এটা কোন রোগের লক্ষণ নয়। তবে বৈজ্ঞানিক ভাষায় এই চোখের নিচের কালো দাগের চেয়ে লক্ষণ এটাকে চিহ্নিত করা হয় স্মৃতিশক্তি হ্রাস রোগের লক্ষণ।যাদের চোখের নিচে কালো দাগ পড়ে অধিকাংশ সময় দেখা যায় যে তাদের স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে। আর এটার জন্য দায়ী হলো তারা নিয়মিত ঘুম। বিজ্ঞানীদের ধারণা এই রোগটি শুধুমাত্র ঘুম যদি অধিক পরিমাণে নষ্ট হয় কোন লোকের তাহলেই হয়। এছাড়াও আরো কিছু উল্লেখযোগ্য কারণ আছে যেগুলো আমি অলরেডি নিচে আলোচনা করেছি।


এই ধরনের সমস্যা কাদের বেশি হয়ঃ


আসলে এ ধরনের সমস্যা হয় বিশেষ করে তরুণ তরুণীদের এই সমস্যাগুলো বেশি হয়।


 চোখের নিচের কালো দাগ কেন হয়


১। এ ধরনের চোখের এলার্জি যাদের আছে তারা মাঝে মাঝে দেখা যায় তাদের চোখের পাতায় হাতের তালু দিয়ে বা হাতের উপরের অংশ দিয়ে ঘষাঘষি করে আসলেই ঘষাঘষির কারণেই ওই অংশটা কালো হয়ে যায়।


২। আরেকটা কারণ হতে পারে যারা পানি কম খাই।  আমরা দেখেছি আমরা শহরের মধ্যে অনেক লোকই আছে যারা আপানি খুব কম খাই। খুব সহজেই পানি খাইতে চায় না। আসলে পানি কম খাওয়ার কারণে চোখের পাতা কালো হতে পারে।


৩।  সঠিক  ঘুম  আপনার ঘুম যদি সঠিক না হয় তাহলে আপনার চোখের নিচে কালো দাগ পড়তে পারে এটা স্বাভাবিক। ঘুম হলো আমাদের জন্য আল্লাহ্ তা'আলার দেওয়া অনেক বড় একটা নেয়ামত।দেখুন যারা ঠিক মত ঘুমায় তাদের কিন্তু রোগব্যাধি কম হয়।


 আসলে এই সমস্যাটা হলো কসমেটিক্যাল সমস্যা  যেটা মানুষের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়।



 চোখের নিচের কালো দাগ দূর করার উপায় কি


১। ঠিকমতো ঘুমানোর চেষ্টা করবেন।

২।  সঠিক পরিমাণে পানি পান করবেন।

৩।  ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনের দিকে একনাগাড়ে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকবেন না।

৪। চোখের এলার্জি জনিত সমস্যার জন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন এলার্জি দূর করুন।

৫। কোন প্রকার সন্দেহ ছাড়াই চোখে চশমা ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন।

৬। আই মাক্স ইউজ করতে পারেন। আই মাক্স তৈরি করার জন্য আপনার লাগবে শসার রস তারপর চাউলের গুড়া তারপর হলুদ পরিমাণমতো সবগুলো একত্র করে মিশিয়ে পেস্ট তৈরি করে চোখের কালো দাগে লাগিয়ে দিবেন। শুকানোর পরে ভালোভাবে ধুয়ে ফেলবেন এটা তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করলে ভাল ফল পাবেন।

সাবধাণতাঃ

আসলে এই ধরনের সমস্যার জন্য অনেক ওষুধ পাওয়া যায় বা ড্রপ পাওয়া যায় এছাড়া বিউটি টিপস কিছু ফর্মুলা পাওয়া যায় যেখানে চোখের উপরের শসা দিয়ে রাখে অনেক ধরনের টিপস আছে এগুলো থেকে আপনারা তেমন কোনো ফল পাবেন না।  যদিও কিছু ওষুধের আপনারা ফলাফল মোটামুটি ভাল পেতে পারেন তবে এগুলো ব্যবহারের সময় আপনাদের কে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে এতে বিপরীত হতে পারে।


শেষ কথাঃ  আমার এই প্রতিবেদনটি পড়ে যদি আপনার মনে হয় যে আপনি কিছু জানতে পেরেছেন আপনার একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

এই আর্টিকেলটি যদি আপনার বিন্দু মাত্র উপকারে আসে তাহলেই আমার এই লেখালেখি সার্থক হবে ।

সুস্থ থাকুন সব-সময়।