ডি এক্স এন স্পিরুলিনা এর  উপকারিতা কি?




 স্পিরুলিনা কি?

স্পিরুলিনা হচ্ছে একটি সামুদ্রিক শৈবাল বা জলজ উদ্ভিদ। যেটা সাধারণত সমুদ্রে ছাড়া কোথাও পাওয়া যায় না। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, আইরন, ক্যালসিয়াম, আমিষ ইত্যাদি খনিজ পদার্থ যা মানব দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান।


স্পিরুলিনা এর  উপকারিতা।

  •  ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে।
  • শরীরের দুর্বলতা দূর করে।
  • দেহের পুষ্টি শূন্যতা দূর করে।
  • আমিষের  চাহিদা পূরণ করে।
  • ব্লাড প্রেসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
  • গ্যাস্ট্রিক দূর করে। 
  • মাথার চুল পড়া বন্ধ করে।
  • খাবারের রুচি বৃদ্ধি করে।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
  • রক্তস্বল্পতা দূর করে।
  • শরীরের এলার্জিকে চিরতরে দুর কর।
  • লিভার ও কিডনিকে ভালো রাখে।
এক কথায় এটি একটি মাল্টিভিটামিন। দেহের জন্য যে ভিটামিন গুলো প্রয়োজন তার সবকিছু এর মধ্যে আছে।

 স্পিরুলিনার দম কত?

বর্তমান বাজারে একটি স্পিরুলিনার দাম ১৪০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত হতে পারে |

একটি কথা না বললেই নয়।

আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি সেই খাবার থেকে যে পরিমাণ ভিটামিন, মিনারেল, আইরন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আমিষ এগুলো পায়, কিন্তু খুবই কম পরিমাণে পেয়ে থাকি।

আমাদের প্রতিদিনের খাবারের থেকে কয়েক শতগুন বেশি ভিটামিন, মিনারেল, আইরন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আমিষ ইত্যাদি পদার্থ ডি এক্স এন স্পিরুলিনা থেকে পাওয়া যাবে।

বিঃদ্রঃ আপনি একটি স্পাইরুলিনা সম্পূর্ণ ফ্রিতে পেতে পারেন কিভাবে পাবেন সেটা জানতে এখানে ক্লিক করুন |




ধন্যবাদ |

Post a Comment

এই আর্টিকেলটি যদি আপনার বিন্দু মাত্র উপকারে আসে তাহলেই আমার এই লেখালেখি সার্থক হবে ।

সুস্থ থাকুন সব-সময়।