দাদ সারানোর উপায় কি এবং দাউদের ভালো ঔষধ কি | By Healthybangaly

দাদ এর চিকিৎসা

পুরাতন দাদ এর চিকিৎসা ও দাউদের চিকিৎসা ওষুধ

দাদ সারানোর উপায় কি এবং দাউদের ভালো ঔষধ কি


দাদ কেন হয়

দাদ রোগের জন্য দায়ী কোনটিঃ- সাধারণত ঘামে ভেজা শরীর, দীর্ঘ সময় ভেজা থাকে এমন শরীর এবং ত্বকে ক্ষত আছে এমন শরীর এই দাদ রোগ হয়। এই ছত্রাকগুলোর সুপ্তিকাল ৪ থেকে ৭ দিন হয়ে থাকে এবং এই সময়ের মধ্যেই দাদ পুর্ণরুপ নেয়।

দাদ হওয়ার লক্ষণ
  • প্রথমে আক্রান্ত স্থানে ছোট লাল গোটা হয় অনেকটা ঘামাচির মত দেখতে এবং সামান্য চুলকায়।
  • আক্রান্ত স্থানে বাদামী বর্ণের আইশ হয় এবং স্থানটি বৃত্তাকারে বড় হতে শুরু করে।
  • ক্রমে সুনির্দিষ্ট কিনারার বৃত্তের আকার বৃদ্ধি পেতে থাকে এবং মাঝখানে ত্বক স্বাভাবিক হয়ে আসে।
  • চুলকানি দিন-দিন বৃদ্ধি পায়।
  • চুলকানোর পর আক্রান্ত স্থানে জলতে থাকে এবং আঠালো রস বের হয়।
  • মাথায় হলে জায়গাই জায়গাই চুল উঠে যায়।
  • নখে হলে দ্রুত নখের রঙ বদলায় এবং শুকিয়ে খণ্ড খণ্ড ভেঙ্গে যেতেশুরু করে।

দাদ কোথায় কোথায় হয়?

  • টিনিয়া ক্যাপাইটিস- সাধারণত মাথায় দাদকে বলা হয়।
  • টিনিয়া কর্পোরিস- শরীরে বা হাত পায়ের দাদকে বোঝায়।
  • টিনিয়া পেডিস- পায়ের পাতায় দাদকে বলে।
  • টিনিয়া আঙ্গুয়াম-এই দাদ সাধারণত নখে হয়।

আপনাদের সম্ভববো সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে জাবেন আশা করি।

সম্ভববো প্রশ্ন যেমণঃ- দাউদের ভালো ঔষধ কি,দাদ চুলকানি দূর করার ক্রিম,দাদ এর চিকিৎসা,পুরাতন দাদ এর চিকিৎসা,দাদ এর ঔষধ।

দাদ ভালো হওয়ার জন্য বিভিন্ন মলম এবং ট্যাবলেট রয়েছে যা ব্যাবহার করলে দাদ থেকে ১০০% মুক্তি পাবেন। এমনই কিছু গুরুত্বপূর্ণ ঔষুধের লিষ্ট করেছি আমি। আশা করি দাদ নিয়ে আপনার আর চিন্তা করা লাগবেনা।

দাদের হোমিও চিকিৎসা

Natrum sulphuricum:- হোমিও ডাক্তারের পরার্মশ অনুযায়ী "Natrum sulphuricum" ঔষুধ ব্যাবহার করতে পারেন।

কেনাজলঃ- কেনাজল ট্যাবলেটের দামঃ- এক বক্স-১০ পাতা ২২৩ টাকা এবং এক পাতা ১০ টি ট্যাবলেটের দাম ২৩ টাকা।দাদ এর জন্য সবচেয়ে উপকারী ঔষধ হলো "কেনাজল" আমি এটি আরো ৩ বছর আগে ব্যবহার করেছি আজও কোনো প্রকার দাদ দেখা দেয়নি। আপনারও এটি ১০০% কাজে আসবে।

রিংগার্ড মলম  

রিংগার্ড মলমের দাম

মলমটির খুচরা মুল্য ১৬৫ টাকা। মলমটি খব ভাল কাজ করে।
এটা দাদের জন্য অনেক উপকারি। যেকোনো ফাঙ্গাল ইনফেকশনের জন্যই এটি উপকারি।

Econazole nitrate cream:- এই ক্রিমটি প্রকার ভেদে ২৫ থেকে ৮৫ টাকা পর্যন্ত আছে। ক্রীম ব্যবহার করতে পারেন। 

এভিসনঃ- এভিসন ক্রিমের বর্তমান খুচরা মুল্য ৩৫ টাকা পিচ।এই ক্রীম ব্যবহার করতে পারেন। 

ডেরোবিনঃ- ক্রিমের বর্তমান খুচরা মুল্য ৯৫ টাকা। আপনি "ডেরোবিন" ক্রীমটি ২-৩ দিন ব্যবহার করুন । কাজ হবে।

Salical strong সেলিকেল স্ট্রংঃ- আপনি সেলিকেল স্ট্রং ব্যবহার করেন। দাদের দাদা এই মলমটি দাম মাত্র ২০ টাকা।

পেভিটিন এবং সিকুটাল মলমঃ- আপনি পেভিটিন এবং সিকুটাল মলম ব্যবহার করতে পারেন। ২টা মলমই অনেক উপকারী।

Lucan R 50/100 mg ক্যাপসুলঃ- ক্যাপসুল টি খেতে পারেন ডাঃ এর পরামর্শ অনুযায়ী আশা করি ৫/৭ দিনের মধ্যে দাদ ভাল হয়ে যাবে। 

Flugal 150 mg:- দাঁদ সারানোর জন্য Flugal 150 mg সব-থেকে উত্তম। প্রতি সপ্তাহে একটা করে ৪-৮ সপ্তাহ খান, নিয়মিত খেলে ঠিক হয়ে যাবে।  

Lucan R 50 mg:-  Lucan R 50 mg খেতে পারেন। এতে তাড়াতাড়ি দাঁদ নিমূল হয়। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবণ করা উচিত।

 Conasyd ক্রিমঃ- আপনি Flugal 50 খান এবং সাথে Conasyd ক্রিম আক্রান্ত স্থানে লাগাবেন।১ মাস খাবেন এবং লাগাবেন প্রতিদিন ২ বার,আশা করি ঠিক হয়ে যাবে।

পেভিসোন ক্রিমঃ- দাদ এর থেকে মুক্তি পেতে "পেভিসোন" ক্রিম ব্যবহার করেন। আক্রান্ত স্থানে দিনে দুইবার ব্যবহার করবেন। মনে রাখবেন আক্রান্ত স্থানে নক দিয়ে চুলকাবেন না এতেকরে অতি দ্রুত দাদ নির্মূল হবে ইনশাআল্লাহ।

শেষকথা হলঃ-  যেখানেই দাগ হোক না কেন চুলকানোর সময় নখ বাদে অন্য কিছু ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা সবাই জানি যে লগে অনেক ধরনের বিষাক্ত পদার্থ লেগে থাকতে পারে আমাদের এই অজান্তে। সুতরাং নখ দিয়ে যদি আপনি চুলকাতে শুরু করেন তাহলে আপনার দাঁত ঠিক হতে অনেক সময় নেবে আপনি যে ওষুধ খান বাজে ধরনের মলম ব্যবহার করেন না কেন নাক দিয়ে চুলকানো বন্ধ না করলে দাঁত ঠিক হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.