গরমকালে চুলের যত্ন কিভাবে নিতে হয় | By Healthybangaly

গরমে চুলের যত্ন 

রমে চুলকে রক্ষা করার কয়েকটি উপকারী টিপস

গরমকালে চুলের যত্ন কিভাবে নিতে হয়


গরমে চুলের অনেক ক্ষতি হয়ে থাকে। গরমের দিনগুলোতে অতিরিক্ত ঘাম ও ধুলো ময়লার কারণে আপনার চুল শুধু আঠালোই হয়না, শুষ্ক ও ভঙ্গুরও হয়ে যায়।
তাই চলুন জেনে নিই গরমে চুলকে রক্ষা করার কয়েকটি উপকারী টিপস।


সূর্যের ক্ষতিকর রশ্মি

সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাহিরে যাওয়ার সময় চুল ঢেকে রাখা। চুল ঢেকে রাখলে আল্ট্রাভায়োলেট রশ্মি থেকেই চুলকে রক্ষা করতে পারবেন শুধু তাই না বরং চুলের আর্দ্রতা হারিয়ে যাওয়াও রোধ করতে পারবেন।

তেল থেকে মুক্তি
অতিরিক্ত তৈলাক্ত ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি প্রয়োজনে প্রতিদিন দুই থেকে তিনবার যেকোনো ধরনের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এতে করে আপনার চুলের সায়নী ভাবটা নষ্ট হবে না বরং থাকবে ঝলমলে এবং মসৃণ।

সুইমিং পুলে সাঁতার
সুইমিং পুলে সাঁতার কাটা শেষ হয়ে গেলে উপরে উঠে সাধারণ পানি দিয়ে চুল শ্যাম্পু করে নিন ভালো করে ধুয়ে নিন। পুল থেকে উঠার পরেও সাধারণ পানি দিয়ে গোসল করে নেওয়া ভালো কারন ক্লোরিন মুক্ত হতে পারবেন।

হেয়ার ব্রাশ
হেয়ার ব্রাশের দাঁতগুলো খুব সূক্ষ্ম হয় তাই চুল আঁচড়ানোর সময় চুল উঠে আসার প্রবণতা দেখা যায় এবং চুল ভঙ্গুর হয়ে যায়। ব্রাশের পরিবর্তে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ান। এই ধরণের চিরুনি দিয়ে খুব সহজেই চুলের জট ছাড়ানো যায়। এছাড়াও ভেজা চুল আঁচড়ানো এড়িয়ে চলুন।

কেয়ার প্রোডাক্ট 
হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেও আপনি আপনার চুলকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে পারেন। যে সমস্ত হেয়ার কেয়ার প্রোডাক্টে SPF এর সঠিক মাত্রা অর্থাৎ ৮-১০ SPF যুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট সূর্যের অতিবেগুনী রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করতে পারে।


এছাড়াও চুলের ফেটে যাওয়া আগা কেটে ফেলুন। চুলের পুষ্টি সাধনের জন্য প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি হেয়ার প্যাক ব্যবহার করুন। 

শেষ কথাঃ

অতিরিক্ত কেয়ারিং হয়েন না। যদি আপনি খুব বেশি কেয়ার করতে শুরু করেন তাহলে আপনার চুল গুলো ভালো হওয়ার থেকে নষ্ট হতে থাকবে সেটা গরম কাল হোক বা শীতকাল হক। কারন আমরা সবাই জানি অতিরিক্ত কোন কিছুই ভালো হয়না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.