দারুচিনির উপকারিতা ও অপকারিতা || দারুচিনি ও মধু খাওয়ার নিয়ম

দারুচিনি খাওয়ার নিয়ম

দারুচিনির উপকারিতা ও অপকারিতা

দারুচিনির উপকারিতা ও অপকারিতা || দারুচিনি ও মধু খাওয়ার নিয়ম

প্রাকৃতিক উপাদানসমূহ নিজ নিজ গুণে গুণান্বিত। মধু দারুচিনি রান্নাঘরে অন্যতম দুটি উপাদান। খাবারের গন্ধ এবং স্বাদ বৃদ্ধিতে দারুচিনি বেশ প্রচলিত। আর মধু স্বাস্থ্যগত নানা সমস্যা সমাধান করে থাকে। শুধু মধু নয়, দারুচিনি এবং মধুর মিশ্রণ নানান স্বাস্থ্যগত সমস্যা সমাধান করে দেয়। হৃদরোগ থেকে শুরু করে ওজন কমানো পর্যন্ত প্রায় সবকিছুতে মধু-দারুচিনির মিশ্রণ তুলনাহীন। এই জাদুকরী মিশ্রণের স্বাস্থ্যগুণ নিয়ে আজকের ফিচার।

খারাপ কোলেস্টেরল দূর করতেঃ-

মধু এবং দারুচিনি উভয় শরীর থেকে খারাপ কোলেস্টেরল দূর করে। ৩/৪ চা চামচ দারুচিনি গুঁড়োর সাথে ৫ টেবিল চামচ বিশুদ্ধ মধু মিশিয়ে খেতে পারেন। এই মিশ্রণটি আপনার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখবে।

দারুচিনির উপকারিতা ও অপকারিতা || দারুচিনি ও মধু খাওয়ার নিয়ম


হার্ট সুস্থ রাখতেঃ-

হার্ট সুস্থ রাখতে দারুচিনি ও মধুর পানির বিকল্প নেই। প্রতিদিন সকালে এক গ্লাস মধু ও দারুচিনি মিশ্রিত পানি পান করলে হৃদরোগ থেকে দূরে থাকা যায়। এটি ধমনীর ব্লক খুলতে সাহায্য করে।

বাত অথবা আর্থারাইটিসের ব্যথা দূর করাঃ-

এক কাপ গরম পানির সাথে দুই চা চামচ মধু এবং এক চা চামচ দারুচিনি মিশিয়ে পান করুন। এটি সকাল এবং সন্ধ্যা দুই বেলা পান করুন। এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান বাতের ব্যথা এবং জয়েন্টের ব্যথা দূর করতে সক্ষম।

ওজন কমাতে দারুচিনির ব্যবহারঃ-

ওজন কামতে এই মিশ্রণটি জাদুর মত কাজ করে। এক সমীক্ষায় দেখা গেছে দারুচিনি এবং মধু দ্রুত চর্বি কমায়। প্রতিদিন দারুচিনি গুঁড়ো ও মধু দিয়ে ফোটানো এক গ্লাস পানি খালিপেটে পান করুন। এটি দ্রুত ওজন হ্রাস করতে সাহায্য করবে।

দারুচিনির উপকারিতা ও অপকারিতা || দারুচিনি ও মধু খাওয়ার নিয়ম

দারুচিনি চা এর উপকারিতা

নিয়মিত দারুচিনি দিয়ে চা পান করলে আপনার কণ্ঠের যে সমস্যাগুলো থাকে এগুলো সমাধান হয়ে যাবে। দারুচিনি দিয়ে নিয়মিত চা খেলে আপনার মাইগ্রেনের সমস্যা সমাধান হবে। এছাড়া আপনার পেটের সমস্ত প্রকার সমস্যা থেকে মুক্তি পাবেন।

পাকস্থলির ইনফেকশনঃ-
মধু এবং দারুচিনির অ্যান্টি ব্যাকটেরিয়াল মিশ্রণ পাকস্থলির ইনফেকশন দূর করে। এতে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল এবং হিলিং উপাদান পাকস্থলি পরিষ্কার করে থাকে।

নিঃশ্বাসে দুর্গন্ধঃ-
কুসুম গরম পানিতে মধু ও দারুচিনি মেশান। প্রতিদিন সকালে এটি পান করুন। এটি আপনার মুখের দুর্গন্ধ দূর করে দেবে।

অবসাদ কাটাতেঃ-
এক গ্লাস পানিতে আধা টেবিল চামচ মধু এবং সামান্য পরিমাণ দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করুন। আর দেখুন ক্লান্তি অবসাদ কোথায় পালিয়ে যায়।


দারুচিনির উপকারিতা ও অপকারিতা || দারুচিনি ও মধু খাওয়ার নিয়ম

দারুচিনি গাছ

দারুচিনি গাছ সাধারণত পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.