কিডনি রোগের লক্ষণ কি?
নিচের লক্ষণগুলো থাকলে বুঝবেন আপনার কিডনি খারাপ হতে শুরু করেছে ।
কিডনি সংক্রমণের উপসর্গ কি?
১. ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাব একেবারে কম হওয়া।
২. প্রস্রাব দুর্গন্ধযুক্ত হওয়া। প্রস্রাবের সঙ্গে আমিষ বের হওয়া। মাছ খেলে প্রস্রাবে মাছের গন্ধ থাকবে। মাংস খেলে প্রস্রাবে মাংসের গন্ধ থাকবে।
৩। পিঠের নিচের অংশে ব্যাথা হওয়া।
৪। পটাসিয়ামযুক্ত খাবার (মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ডাব, পেয়ারা, কমলা, জাম্বুরা, বেদানা, বাদাম, সীম, বিভিন্ন বিঁচি ইত্যাদি) খেলে তলপেট শক্ত হয়ে যাওয়া ও ঘন ঘন প্রস্রাব হওয়া।
৫। রাতে প্রস্রাব বেশি হওয়া।
৬। পিঠের নিচে( অংশে (দুই কিডনিসহ) ব্যাথা হওয়া।
৭। প্রসাব হলুদ হওয়া ও ফেনাযুক্ত হওয়া।
৮। বসে থাকলে কষ্ট হওয়া।
এছাড়াওঃ- ওজন হ্রাস এবং কম ক্ষুধা, পায়ের গোড়ালি ফোলা,নিঃশ্বাসের দুর্বলতা,ক্লান্তি বোধ করা, রক্ত প্রস্রাব,ঘনো ঘনো প্রস্রাব – বিশেষ করে রাতে,ঘুমাতে অসুবিধা (অনিদ্রা),মাথাব্যথা
এইসব লক্ষণগুলো থাকলে বুঝবেন আপনার কিডনি খারাপ হতে শুরু করেছে।
কিডনিতে পাথর হলে কি কি লক্ষণ দেখা যায় ?
ধন্যবাদ...
এই আর্টিকেলটি যদি আপনার বিন্দু মাত্র উপকারে আসে তাহলেই আমার এই লেখালেখি সার্থক হবে ।
সুস্থ থাকুন সব-সময়।